শনিবার, ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় কর্মহীন জেলেদের মাঝে চাউল বিতরণ।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় কর্মহীন জেলেদের মাঝে চাউল বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞায় বিরত থেকে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে সরকারি প্রণোদনার ৫৬ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
শনিবার (১৮জুলাই) বেলা ১০টার সময় মনপুরা উপজেলা উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস।
উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়,উত্তর সাকুচিয়া তালিকাভুক্ত জেলে রয়েছেন ২৩২৫জন। আর এই জেলেদের প্রত্যেককে ৫৬ কেজি করে চাল বিতরণের ব্যবস্থা করেছে সরকার।
উত্তর সাকুচিয়া চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মিয়া জানান, গভীর সমুদ্রে জেলেদের ৬৫ দিনের ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকায় সরকারি তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে সরকারিভাবে ৫৬কেজি করে চাল দেওয়া হবে।
এই সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলায় আ’লীগ এর সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও টেক অফিসার সুমন রেজা, ইউপি সচিব রোমন চন্দ্র দাস, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ।