বুধবার, ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় ৪’শ ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ৪’শ ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬ জন, দৌলতখান উপজেলায ৩ জন, বোরহানউদ্দিন উপজেলায় ২ জন ও মনপুরা উপজেলায় ৪ জন রয়েছে। এনিয়ে ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের।
বুধবার (১৫ জুলাই) ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪১৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৮৭ জনের মধ্যে সুস্থ ৯৮ জন। দৌলতখানে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ২৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫৩ জনের মধ্যে সুস্থ ২৯ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ১০ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ২৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ৩৪ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১০ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৪০৯৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৮৮২ জনের। এছাড়া ২১৩ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।
অপরদিকে নতুন করে আরো ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫২৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৯৪৫ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছে ৩৩৮ জন। আইসোলেশনে আছে ১৫ জন।