মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৫ মাদকসেবী আটক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ৫ মাদকসেবী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ৫ মাদকসেবীকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার আমিনাবাদ ৯নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো: মঞ্জু (২১), মো: সাগর ফরাজী (২১), মো: হাসন (২০), মো: সাব্বির (২১), মো: শাকিল (২০)।
জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে সোমবার রাত সোয়া ৮টার চরফ্যাশন থানার এস আই (নিঃ) মোঃ পনির খান ও সংগীয় ফোর্স চরফ্যাসন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ০৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১। মোঃ মঞ্জু (২১), পিতা- মোঃ সালাউদ্দিন, সাং- আবু-বক্করপুর ০৫ নং ওয়ার্ড, থানা- দুলারহাট, ০২। মোঃ সাগর ফরাজী (২১), পিতা- মোঃ কামাল ফরাজি, সাং- কুলছুমবাগ ০৪ নং ওয়ার্ড, ০৩।মোঃ হাসন (২০), পিতা- মোঃ জামাল হেসেন, সাং- কুলসুমবাগ ০৫নং ওয়ার্ড, ০৪। মোঃ সাব্বির (২১), পিতা- মোঃ মোস্তাফিজ, সাং- চরফ্যাসন পৌরসভা ০৬ নং ওয়ার্ড, ০৫।মোঃ শাকিল (২০), পিতা- জাহাঙ্গীর আলম, সাং- হালিমাবাদ ০২নং ওয়ার্ড কে আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ–১৪জুলাই ২০২০।