রবিবার, ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল বিতরণ
লালমোহনে গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল বিতরণ
লালমোহন ভোলা প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে এসব বাই-সাইকেল বিতরণ করা হয়।
বাই-সাইকেল বিতরণ উপলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে সহায়ক ভূমিকা পালনের মাধ্যমে গ্রামীণ জনপদকে শান্তি ও বাসযোগ্য জনপদে রুপান্তরিত করেছে। তাই তাদের কাজের স্বীকৃতি স্বরুপ বেতন-ভাত্ওা বৃদ্ধি করেছে সরকার। ভবিষ্যতে তাদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়বে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্য গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।