শনিবার, ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ পিতা-পুত্র আটক।।লালমোহনবিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ পিতা-পুত্র আটক।।লালমোহনবিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ মেহেদি হাসান বাবু (২২) ও তার পিতা বনি আমিন মোল্লা (৬০) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার ৬নং ওয়ার্ড বাথানবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাচ থেকে ২১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার আজ রাত সোয়া ২টার দিকে বোরহানউদ্দিন থানার এস আই (নিঃ) মোঃ মোহাইমিনুল ইসলাম ও সংগীয় অফিসার ফোর্স মাদক অভিযান পরিচালনাকালে বাথানবাড়ী ০৬নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদি হাসান বাবু ও তার পিতা মোঃ বনি আমিন মোল্লাকে ২১পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃতরা বাথানবাড়ী ০৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে মামলা দায়ের করা হয়েছে।