বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রত্যন্তাঞ্চলেও আইসিটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রত্যন্তাঞ্চলেও আইসিটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে প্রত্যাঞ্চালেও আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে বিনামূল্যে কম্পিউউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। এতে করে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনার পাশাপাশি আইসিটি জ্ঞানে সমৃদ্ধ হবে।
বুধবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসা হলরুমে ‘নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরও বলেন, আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ছাত্রছাত্রীরাও বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবে।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউসুফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি মাষ্টার, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের দ্বীপবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন জুলহাস, আইসিটি প্রশিক্ষক নজরুল ইসলাম শুভরাজ প্রমুখ।