রবিবার, ২৮ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অসহায় ফুলজানের ঘর ভেঙে দিলো নয়ন বাহিনী।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে অসহায় ফুলজানের ঘর ভেঙে দিলো নয়ন বাহিনী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর বাত্তিরখাল বেড়ীবাঁধে থাকা অসহায় ফুলজানের ঘরটি ভেঙে দিয়েছে স্থানীয় প্রভাবশালী মাওঃ নুরুল ইসলামের ছেলে নয়ন ও তার লোকজন। ফলে ঘর হারিয়ে স্বামী ও সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ফুলজানের পরিবার।
ভুক্তভোগী ফুলজান জানায়, প্রায় মাস খানেক আগে টাকা পয়সা লেনদেন নিয়ে তার বোন ও খালার মধ্েয ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম মৌলভী/মেম্বারের ছেলে নয়ন তার লোকজন নিয়ে ফুলজানের ঘরে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তার ঘরটিকে মাটির সাথে মিশিয়ে দেয়।
ফুলজানের স্বামী ইলিয়াছ পেশায় জেলে। ঘর ভাঙচুরকালে ইলিয়াছ হামলাকারীদের হাত পা ধরেও ঘরটি রক্ষা করতে পারেনি। তাই সন্তান ও স্বামী নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে ফুলজান।
ফুলজান আরও জানায়, ঘর ভেঙে ফেলার বিচার চাইতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার পায়নি সে। নুরুল ইসলাম মৌলভী মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন বিধায় সকলে সাথে তার সখ্যতা, এজন্য কোথাও গিয়ে ন্যায্য বিচার পাচ্ছেনা বলেও জানায় ফুলজান।
এদিকে ঘর ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে মৌলভীর ছেলে নয়ন জানায়, ফুলজানের বাসার পাশেই মসজিদ। ফুলজানের পরিবারের প্রতিনিয়ত হট্টগোলের কারণে মুসল্লীদের নামাজ পড়তে সমস্যা হয় বিধায় একাধিকবার তাদেরকে সতর্ক করা হয়েছিল। ঘটনার দিনও তারা হট্টগোল করায় নামাজ শেষে মুসল্লীরাই ফুলজানের ঘর ভেঙে দিয়েছে।
ঘর ভেঙে দেয়ার ব্যাপারে জানতে চাইলে নুরুল ইসলাম মৌলভী/মেম্বার জানান, ফুলজানের চরিত্র খারাপ। তাই মসজিদের মুসল্লীরা এসে তার ঘর ভেঙে দিয়েছে।
এদিকে নুরুল ইসলাম মৌলভী ও তার ছেলে নয়নের বিচার দাবি করেছে ভুক্তভোগী ফুলজান ও তার পরিবার।