শনিবার, ২৭ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরা কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও লোয়ার লিফট পাম্প বিতরণ
মনপুরা কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও লোয়ার লিফট পাম্প বিতরণ
মনপুরা : ভোলার মনপুরায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও লোয়ার লিফট পাম্প বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ ও ২০২০-২১ মৌসুম প্রান্তিক বারিক সবজি–পুষ্টি বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি উপকরন ও লোয়ার লিফট পাম্প বিতরন করা হয়।
শনিবার (২৭জুন) ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ১শত আটজন কৃষকদের মাঝে কৃষি উপকরন ও দশটি কৃষি গ্রুপের মধ্যে ১০টি লোয়ার লিফট পাম্প ‘এল.এল.পি, কৃষি উপকরণের মধ্যে ছিল লাল শাক, ডাটা শাক, কলমি শাক, পুইশাক, বরবটি ও ঢেরস বীজ ইত্যাদি বিতরন করা হয়েছে।
কৃষি উপকরন ও লোয়ার লিফট পাম্প বিতরন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস,মনপুরা উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।