শনিবার, ২৭ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে রেইনট্রি গাছ থেকে আবুল হাসেম (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার হাজী কান্দি গ্রামের মসজিদের পাশে রেইনট্রি গাছ থেকে ঝুলন্তবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
থানা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, চাঁদপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের শশিগঞ্জ গ্রামের আবুল হাসেম দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। শনিবার ভোরে হাজি কান্দি মসজিদের দক্ষিণ পাশে স্থানীয় লোকজন রেইনট্রি গাছের সাথে তাকে ঝুলন্তবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, চুড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, মামলা নং ০৬।