শনিবার, ২৭ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাজধানীর কমলাপুর বস্তিতে আগুন।।লালমোহন বিডিনিউজ
রাজধানীর কমলাপুর বস্তিতে আগুন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানী ঢাকার কমলাপুরের টিটি পাড়া মেথর পট্টির বস্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দেড় ঘণ্টা পর আগুন নির্বাপণ করা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
রাসেল শিকদার বলেন, ‘আগুনের ঘটনা জানা মাত্রই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে যায়। মোট ১৩টি ইউনিট আগুন নেভাতে একযোগে কাজ করে। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ৩টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।’
রাসেল শিকদার আরো বলেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। বস্তির ভেতরে কতগুলো ঘর পুড়েছে, তাও এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা সম্ভব হয়নি এখনো। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।’