বুধবার, ২৪ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিল নৌ-বাহিনী।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিল নৌ-বাহিনী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : সারাদেশ ব্যাপী ছড়িয়ে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে দুটি পরিবারের হাতে সেলাই মেশিন বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২৪ জুন) সকালে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের কমান্ডার নুর হোসেন’র উপস্থিতিতে সেলাই মেশিন বিতরন করা হয়।
বিতরণকালে ভোলা কন্টিনজেন্টের কমান্ডার নুর হোসেন বলেন, প্রতিদিনই আমরা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে কাজ করে যাচ্ছি।ত্রান সহ অন্যান্য কিছু প্রায়ই দিয়ে থাকি,এইবার ত্রানের পাশাপাশি সিলাই মিশিন দিয়ে কর্মহীন ও অসহায় পরিবারদের স্বাবলম্বী করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি তারা এটা দিয়ে সাবলম্বী হতে পারবে। এসময় ভোলার প্রতিটি উপজেলায় নৌ-বাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।