মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লালমোহনে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লালমোহনে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) বিকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগের থানার মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠালকগ্ন থেকেই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে। আওয়ামীলীগ সরকার সব সময় জনগণ বান্ধব। এজন্যই আওয়ামীলীগের ওপর মানুষের বিশ্বাস ও আস্থা বেড়েছে। আজ সেই মানুষের ভালবাসা ও আস্থার ফলেই দেশে আওয়ামীলীগ একটি জনপ্রিয় রাজনৈতিক দল।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক আ.ন.ম শাহজামাল দুলাল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।