মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » শালী নিয়ে দুলাভাই উধাও!!লালমোহন বিডিনিউজ
শালী নিয়ে দুলাভাই উধাও!!লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর আপন ছোটবোন ৭ম শ্রেনির ছাত্রী শালীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে দুলাভাই হেলাল মোল্লা।
মেয়েকে নিয়ে পালানোর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শ্বশুর। গত বৃহস্পতিবার (১৮জুন) ভোররাতে উপজেলার কাশিয়া চাপর গ্রামে এ ঘটনা ঘটে।
থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পাঁচবিবি উপজেলার কাশিয়া চাপর গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে হেলাল মোল্লার সাথে একই এলাকার আমছের আলীর মেয়ে শামীমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দুটি সন্তানও আছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কারণে-অকারণে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করত হেলাল মোল্লা।
শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সুবাদে শালির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দুলাভাই হেলাল মোল্লা। এরই জেরে গত বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে শালিকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায় সে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।