মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের রমাগঞ্জে পুকুর থেকে সাদিয়া আক্তার নামের ৯ মাসের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) ভোরে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রায়চাঁদ এলাকার মুসার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাদিয়া ওই এলাকার আল আমিনের মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার এসআই মো. ইউসুফ। পরে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে এসআই ইউসুফ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আমাদের সন্দেহ হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মূল ঘটনা জানা যাবে।