মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে আওয়ামী লীগ-সংসদে প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে আওয়ামী লীগ-সংসদে প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের জীবনের মান উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ব দরবারে এদেশের মানুষ যাতে মর্যাদার নিয়ে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। তার এই অপূর্ণ কাজ পূরণ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
তিনি আরো জানান, জাতির পিতার আদর্শ ধারণ করে এই করোনাভাইরাসের মহামারিতে ত্রাণ থেকে শুরু করে চিকিৎসাসেবা এমনকি দাফন সম্পন্নের কাজও করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে জনসমাগন এড়াতে সীমিত পরিসরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।