রবিবার, ২১ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৫১ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মো: আজাদ হাওলাদার (৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
শনিবার (২০ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলা চকডোষ ৭নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো: আজাদ হাওলাদার ফুল কাচিয়া ৫নং ওয়ার্ড এলাকার মৃত মোফাজ্জল হোসেন ওরপে বজলু হাওলাদারের ছেলে।
জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান এর উপস্থিতিতে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স উপজেলার চকডোষ ৭নং ওয়ার্ড এলাকা থেকে মোঃ আজাদ হাওলাদার কে আটক করেন। এসময় আজাদের অফিস থেকে ৫১পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আজাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।