শনিবার, ২০ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৮পিস ইয়াবাসহ মো: ফয়সাল (২০) ও মো: জাকির হোসেন (২০) কে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার চকডোষ ৮নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ফয়সাল চকডোষ এলাকার আবুল বাশার হেলালীর ছেলে ও জাকির একই এলাকার ছলেমান ফকিরের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত সােয়া ৮টার দিকে থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই/ মোঃ জাফর ইকবাল, সংগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় মোঃ ফয়সাল ও মোঃ জাকির হোসেন ৮ পিস ইয়াবাসহ চকডোষ ৮নং ওয়ার্ডস্থ এনামুল মাস্টার এর বাড়ীর পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তা গ্রেফতার করেন।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, ১৯ জুন ২০২০।