বুধবার, ১৭ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ফেক ফেসবুক আইডি দিয়ে মানহানিকর পোস্ট: থানায় জিডি
লালমোহনে ফেক ফেসবুক আইডি দিয়ে মানহানিকর পোস্ট: থানায় জিডি
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে “কোথায় আজ মানবতা” নামক ফেক ফেসবুক আইডি দিয়ে মানহানিকর পোস্ট দেয়ায় ওই আইডির বিরুদ্ধে লালমোহন থানায় জিডি করেছেন উপজেলার পশ্চিম চরউমেদ গজারিয়া এলাকার মোঃ আল আমিন সবুজ।
গতকাল (মঙ্গলবার) এ জিডি করেন তিনি।
জিডিতে উল্লেখিত বিবরণে জানা যায়, পশ্চিম চরউমেদ ইউনিয়ন ৫নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামের আলমকগীর মাতবরের ছেলে মােঃ আল আমিন সবুজ (৩২) দীর্ঘদিন যাবত গজারিয়া বাজারে সুনামের সহিত ব্যবসা করে আসছেন।
গত ১৫ জুন (সোমবার) ও ১৬জুন (মঙ্গলবার) “কোথায় আজ মানবতা” নামক একটি ফেক ফেসবুক আইডি দিয়ে তার ও তার পরিবারের নামে মিথ্যা, মানহানিকর তথ্য ফেসবুকে পােষ্ট দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করে একটি চক্র। ওই আইডিটির প্রােফাইল পিকচারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং ভােলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহােদয়ের ছবি এবং কভার ফটোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এমতাবস্থায় ওই আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনের দারস্থ হয়েছেন মো: আল আমিন সবুজ। জিডি নং-৬৪৯/২০২০।