রবিবার, ১৪ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভূমি মালিককে ভূমিদস্যু সাজিয়ে হেয় প্রতিপন্নের প্রতিবাদ
লালমোহনে ভূমি মালিককে ভূমিদস্যু সাজিয়ে হেয় প্রতিপন্নের প্রতিবাদ
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড গজারিয়া মাতবর বাড়ীর আ: জলিল মাতবরের ছেলে তুহিনসহ কয়েকজনকে ভূমিদস্যু সাজিয়ে কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় মোস্তফা মাতব্বরের বিরুদ্ধে।
ভুক্তভোগী তুহিন মাতব্বর এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মোস্তফা মাতব্বরের নের্তৃত্বে তার মামুন মাতব্বর ও তাদের লোকজন ২০০১ সালে মানুষের উপর অনেক জোর, জুলুম ও অত্যাচার করেছে। বর্তমানে ও সেই ধারা বজায় রাখতে আমাদের ভোগ দখলীয় জমিতে কুনজর দিয়েছে ভূমিদস্যু মোস্তফা মাতব্বর। ওই জমি জোর জবরদখল করার চেষ্টায় জাল দলিল করে এবং তা সংবাদকর্মীদের দেখিয়ে আমাকেসহ আমার ভাই ও স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করায়। ওই সংবাদে আমার/আমাদের কোন বক্তব্য না নিয়েই আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে হেয় করার চেষ্টা করা হয়েছে।
বস্তুত: আমি/আমরা দীর্ঘ কয়েক বছর যাবত ওই জমি ভোগ দখলে আছি। এসব বিষয়গুলো যাচাই না করে এবং আমাদের বক্তব্য ছাড়াই অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা নিয়ম বহির্ভূত। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জা্নাই।