বুধবার, ১০ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় আর্থিক অনুদান পেলাে ২শতাধিক মসজিদের ইমাম-মুয়াজ্জিন।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় আর্থিক অনুদান পেলাে ২শতাধিক মসজিদের ইমাম-মুয়াজ্জিন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার ২০৯ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (১০জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ ৫হাজার টাকা অনুদান তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও মনপুরা আ’লীগের সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী।
মনপুরা উপজেলার নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে মনপুরা ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক। সাধারণ সম্পাদক মনপুরা উপজেলা আওয়ামী লীগ ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মিয়া।মনপুরা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর আলম। মনপুরা উপজেলায় আ’লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল। মনপুরা উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা। মনপুরা উপজেলা শাখা ইসলামিক ফাউণ্ডেশনের সভাপতি মাওলানা মফিজুল ইসলাম প্রমূখ।