বুধবার, ২৬ আগস্ট ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে ট্রলার ডাকাতি গুলিবিদ্ধসহ ১৬ মাঝিমাল্লা আহত
ভোলার চরফ্যাশনে ট্রলার ডাকাতি গুলিবিদ্ধসহ ১৬ মাঝিমাল্লা আহত
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের ও হাতিয়ার মধ্যবর্তী জলসীমায় মাছ ধরার ট্রলারে ডাকাতি ও ডাকাতের হামলায় ট্রলারের মাঝি গুলিবিদ্ধসহ ১৬ আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আহতদের মধ্যে কাদের মাঝি, সেলিম, ইলিয়াছ, তোফায়েল, আবুল কালাম, বেলাল, নুর হোসেনকে মঙ্গলবার রাত ৮ টায় চরফ্যাশন হাসপাতালে ভর্তিকরা হয়েছে এবং অলিউদ্দিন ও রিয়াজ উদ্দিনকে মনপুরা হাসপাতালে ভতি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ কাদের মাঝিকে বরিশাল হাসপাতালে রেফার করা করেছেন। আহতদের বাড়ি মনপুরা উপজেলার দঃ সাকুছিয়া গ্রামে।
গুলিবিদ্ধ কাদের মাঝি জানান, সোমবার রাত ২ টার সময় ১৬ মাঝি মাল্লা নিয়ে চরফ্যাশন ও হাতিয়ার মধ্যবর্তী মেঘনায় মাছ ধরার সময় একদল ডাকাত দুটি ট্রলার যোগে এসে হামলা করে ট্রলারের মাছ, জাল ও ইঞ্জিন নিয়ে যায়। সংবাদ পেয়ে মঙ্গলবার সামরাজ ঘাটের আড়ৎদার আজিজ মেম্বার একটি ট্রলার পাটিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দিকে নুর হোসেন ও মোহাম্মদ আলী মাঝির দুটি ট্রলার ডাকাতি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাসার একটি ট্রলার ডাকাতি ও ডাকাতের হামলায় ওই ট্রলারের মাঝি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।