শনিবার, ৬ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৬বছর সাজাপ্রাপ্ত আসামী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৬বছর সাজাপ্রাপ্ত আসামী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলার লালমোহনে গাড়ী চুরি মামলায় ৬বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আকতার হোসেনকে আটক করেছে পুলিশ।
আকতার হোসেনের উপজেলার চরভূতা ইউনিয়নের সাজিরহাট এলাকার মো: আ: বারেক ছেলে।
শনিবার (০৬ জুন) সকালে তাকে লালমোহন থানার এসআই শওকত জামিলের নেতৃত্বে পুলিশের একটি দল তার নিজ বসতঘর থেকে আটক করেন।
এসআই শওকত জামিল “লালমোহন বিডিনিউজ ডটকমকে” জানান, আকতার হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি গাড়ী চুরির মামলা রয়েছে। মামলা নং ৩১৭, ২০০৭।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর লালমোহন “বিডিনিউজ ডটকমকে” জানান, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রামে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে এলাকায় এসেছে। পরে আমরা তাকে আটক করি।