মঙ্গলবার, ২ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এমপি শাওনসহ বিশিষ্টজনদের নামে ২৩টি সড়কের নামকরণ হচ্ছে।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে এমপি শাওনসহ বিশিষ্টজনদের নামে ২৩টি সড়কের নামকরণ হচ্ছে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নিজস্ব প্রতিনিধি : লালমোহন পৌরসভার বিখ্যাত ব্যাক্তিবর্গের নামে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২৩ টি সড়কের নামকরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি সড়কের সম্মুখে নামফলক নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামীকাল (বুধবার) সড়কগুলো উদ্বোধন করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন বলেন, দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে এসব সড়কের নামকরণ করা হচ্ছে। লালমোহনের সাবেক এমএলএ, এমপি ও সমাজের বিশিষ্টজনদের নাম বর্তমানে মানুষ ভুলে যেতে বসেছে। বিশিষ্টজনদের নামে সড়কগুলোর নামকরণের মাধ্যমে নতুন প্রজন্মসহ সকলের হৃদয়ে তাঁদেরকে বাঁচিয়ে রাখতে চাই। তাদের নাম ধরে রাখতে চাই। নামকরণের মাধ্যমে সমাজের বিশিষ্টজনদের স্মৃতিচারণ করার প্রয়াসেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনসহ পৌরসভার বিশিষ্টজনদের নামে রাস্তাগুলোর নামকরণকে স্বাগত জানিয়ে এমন উদ্যােগ গ্রহণে এমপি শাওন ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।