মঙ্গলবার, ২ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনবাসীর দোয়া চেয়েছেন কোয়ারেন্টাইনে থাকা ডা: মহসিন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনবাসীর দোয়া চেয়েছেন কোয়ারেন্টাইনে থাকা ডা: মহসিন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর মৃত্যুর পর কোয়ারেন্টিনের রয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: মহসিন খানসহ ৪জন ডাক্তার ও ৫জন নার্স। এমতাবস্থায় লালমোহনবাসীর কাছে কোয়ারেন্টিনে থাকা ডাক্তার, নার্সদের জন্য দোয়া কামনা করেছেন করোনা দুর্যোগে সম্মুখ সারির এ যোদ্ধা।
আজ মঙ্গলবার (২ জুন) সকলের কাছে দোয়া চেয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন ডা: মো: মহসিন খান। সকলের জন্য তা হুবহু তুলে ধরা হলো:-
———————————————————————————————————————————————
“প্রিয় লালমোহনবাসী,
সময়ের সাথে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আপনারা জানেন, নারায়নগঞ্জকে ছাড়িয়ে চট্টগ্রাম এখন দ্বিতীয় অবস্থানে, আর ঢাকা তো প্রথম অবস্থানেই আছে। লালমোহন তথা ভোলার মানুষ জীবিকার জন্য ঢাকা এবং চট্টগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। লকডাউন সীমিত করার সাথে দ্বীপজেলা ভোলাও এখন করোনার মুখোমুখি।
লালমোহন থেকে আজ ০২ জুন,২০২০ পর্যন্ত মোট ৪২০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। আজ পর্যন্ত ২৪৬ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জনের কোভিড পজেটিভ এসেছে। ১ জন রোগি লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। বাকিদের মধ্যে সবাই হোম আইসোলেশনে আছেন।
৮ জনের মধ্যে সর্বপ্রথম করোনা আক্রান্ত আসমা বেগম (ফরাজগঞ্জ) এর প্রথম ফলো-আপ স্যাম্পল নেগেটিভ এসেছে।
লালমোহন হাসপাতালের ৪ জন ডাক্তার (আমি সহ) এবং ৫ জন নার্স কোয়ারেন্টাইনে আছেন। আমরা স্যাম্পল পাঠিয়েছি।
আমাদের জন্য দোয়া করবেন। এই মহামারীর সময়ে আমরা আপনাদের পাশেই থাকতে চাই।”
ডা. মো. মহসীন খান
আরএমও,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
লালমোহন, ভোলা।