মঙ্গলবার, ২ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু।।লালমোহন বিডিনিউজ
ভোলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
সোমবার (২ জুন) হাসপাতালের দ্বিতীয় তলার একটি অংশে ল্যব স্থাপনের কাজ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন (ভোলা) রতন কুমার ডালী জানান, আগামী দশ দিনের মধ্যে ঢাকা থেকে ল্যাবের জন্য পিসিআর মেশিনসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি এসে পৌঁছবে। এরপর জনবল নিয়োগ হলেই ভোলায় করোনার নমুনা পরীক্ষা শুরু করা যাবে।
তিনি আরও জানান, এর পূর্বে দ্বীপজেলা ভোলাকে বিচ্ছিন্ন ও দূর্গম এলাকা বিবেচনা করে এখানে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভোলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব বসানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে।