সোমবার, ১ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহন উপসর্গবিহীন ২জন করোনায় আক্রান্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন উপসর্গবিহীন ২জন করোনায় আক্রান্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে নতুন করে আরও দুইজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন, উপজেলার সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড এলাকার মালেক মেম্বার বাড়ির মো: ফরিদ উদ্দিন (২৬) ও পৌরসভা ২নং ওয়ার্ড এলাকার মিন্টু হাজী বাড়ির মো: সবুজ (২৫)। এ নিয়ে লালমোহনে ৭জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চরভূতা এলাকার মো: আলমগীর নামের একজনের মৃত্যু হয়।
সোমবার (১ জুন) নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মহসিন খাঁন।
নতুন শনাক্ত এ দুই ব্যক্তির কোন উপসর্গ দেখা দেয়নি। তবে কিছুদিন আগে এ দুজন ঢাকা থেকে আসলে ২৪ ও ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার দুপুরে তাদের নমুনা রিপোর্ট পজেটিভ আসে। শিগ্রই তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান ডা: মহসিন খাঁন।