শনিবার, ৩০ মে ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) ওই পল্লী চিকিৎসককে গুরুত্বর অসুস্থাবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে বিকেলে ভোলা পৌর মহশশ্মানের তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বলে জানান পৌর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার বসাক জানান, করোনা উপসর্গ থাকায় গত তিনদিন আগে ওই পল্লী চিকিৎসক, তার স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।