শনিবার, ৩০ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির মৃত্যুতে এমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির মৃত্যুতে এমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি ও ভোলা বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার এক শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতিও সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এমপি শাওন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফসার উদ্দিন বাবুল। গতকাল (২৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় মৃত্যুবরণ করেন তিনি।
সাদা মনের মানুষ আফসার উদ্দিন বাবুল ভোলা জেলা শিল্পকলা একাডেমীর বারবার নির্বাচিত সম্পাদক ছিলেন। এছাড়াও ভোলা আদালতের সিনিয়র এ্যডভোকেট, ভোলার সাংবাদিক নেতা, ভোলা মৌলভীর হাট হোসাইনিয়া ডিগ্রী মডেল মাদ্রাসার অধ্যাপকসহ সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন তিনি।