শুক্রবার, ২৯ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কর্মহীনের পাশে দাঁড়ালেন জনস্বাস্থ্য প্রকৌশলের মানবিক স্টাফ সাগর চন্দ্র দে।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে কর্মহীনের পাশে দাঁড়ালেন জনস্বাস্থ্য প্রকৌশলের মানবিক স্টাফ সাগর চন্দ্র দে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, এ প্রত্যয়ে বর্তমান মহামারী করোনার প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া ভোলার লালমোহন পৌর শহরের কয়েকটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের স্টাফ সাগর চন্দ্র দে।
নিজের বেতনের টাকায় অসহায়দের হাতে তুলে দিয়েছেন চাল, ডাল, আলু, আলু, পেয়াজ, সয়াবিন ও সাবান। এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি, দুধ তুলে দিয়েছেন কয়েকটি কর্মহীন অসহায় মানুষের হাতে।
দূর্যোগকালীন সময়ে সর্বদা নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন কাজেও নিজেকে নিয়োজিত রাখা সাগর চন্দ্র দে মানবিকতার ডাকে সাড়া দিয়ে বর্তমান মহামারী সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তুলে দিয়েছেন নিজের ভালবাসা।
সাগর চন্দ্র দে জানান, মহামারী করোনার প্রাদূর্ভাবের শুরু থেকেই আজ পর্যন্ত লালমোহন-তজুমদ্দিনের অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তাঁর প্রশংসনীয় উদ্যোগে অনুপ্রাণীত হয়েই এমপি শাওন মহােদয়ের পক্ষে পৌর এলাকার কয়েকটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এসময় যার যার সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান ও জানান সাগর চন্দ্র দে।