মঙ্গলবার, ২৬ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের বিচ্ছিন্ন চর শাহজালালে কোস্ট ট্রাস্টের ত্রাণ বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনের বিচ্ছিন্ন চর শাহজালালে কোস্ট ট্রাস্টের ত্রাণ বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি : মহামারী করোনার প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া দ্বীপজেলা ভোলার লালমোহনের বিচ্ছিন্ন চরের অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সামাজিক উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট।
মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর শাহজালালে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, আধা কেজি সয়াবিন তৈল ও একটি সাবান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম, আঞ্চলিক সমন্বয়কারী আইয়ুব আলী, আ: রব, প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্র শীল, সমন্বয়কারী মো. ইউনূছসহ অন্যান্যরা।