মঙ্গলবার, ২৬ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিপুল পরিমান জাল নোটসহ দুই সহোদর আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিপুল পরিমান জাল নোটসহ দুই সহোদর আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে বিপুল পরিমান জাল নোটসহ জুয়েল ও সোহেল নামের দুই সহোদর কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান বাড়ি থেকে তাদের কে গ্রেফতার করা হয়। জুয়েল ও সোহেল ওই বাড়ির মৃত কাশেম দেওয়ানের ছেলে।
লালমোহন থানার ওসি তদন্ত মো: বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল ও সোহেল কে তাদের বাড়ির দরজা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১হাজার টাকার ৫১টি নোট পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে লালমোহন থানায় পূর্বেরও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এঘটনা জুয়েল ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১, তারিখ ২৬ মে ২০২০।