মঙ্গলবার, ২৬ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | সিলেট | স্বাস্থ্য » শ্রীমঙ্গলে করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
শ্রীমঙ্গলে করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
কাউন্সিলর আহাদের ছেলে আজাদ বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। দিনরাত কর্মহীন-দরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে তালিকা করেছেন। খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজের কথা চিন্তা করেননি। আজ তিনি মৃত্যুবরণ করেছেন।
আজাদ জানান, তার বাবা গত ১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শ্বাস নিতে কষ্ট হত। তিন দিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়। সোমবার রেজাল্ট পজিটিভ এসেছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, গত রাতে ঢাকা থেকে মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে কাউন্সিলর ছিলেন এবং আজ সকালে মারা যান।