সোমবার, ২৪ আগস্ট ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রানা প্লাজা ধসের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র রানা প্লাজা’ হাইকোর্টের নিষেধাজ্ঞা
রানা প্লাজা ধসের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র রানা প্লাজা’ হাইকোর্টের নিষেধাজ্ঞা
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা : রানা প্লাজা ধসের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
ব্যারিস্টার মো. মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী রিট আবেদনটি করেন। গার্মেন্ট মালিকদের পক্ষে তিনি রিট আবেদনটি করেন।
এই আদেশের ফলে আগামী ৪ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির প্রদর্শন বা কোনো মাধ্যমে সম্প্রচার করা যাবে না।
শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।
চলচ্চিত্রটির ছাড়পত্র দীর্ঘদিন আটকে থাকার পর গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সনদপত্র দেয়।