শনিবার, ২৩ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পুকুরের পানিতে ডুবে মাইমুনা আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের একটি পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত মাইমুনা আক্তার দক্ষিণ সাকুচিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের হাফেজ জাকির হোসেনের মেয়ে। সে গত চারমাস আগে ঢাকা থেকে মনপুরা আসেন দাদা বাড়িতে লকডাউন থাকায় আর যাওয়া হল না মাইমুনার।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে খেলাধুলার জন্য ঘর থেকে বের হয় মাইমুনা। পরে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মাইমুনাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ছোট্ট নিষ্পাপ শিশু মাইমুনা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটি সাতার জানতোনা। পানিতে পড়ে আর উঠতে পারেনি। মর্মান্তিক এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।