শুক্রবার, ২২ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হতদরিদ্রদের মাঝে নেীবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে হতদরিদ্রদের মাঝে নেীবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে নৌ-বাহিনী।
শুক্রবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন প্রায় ৬০জন অসহায়ের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, নৌ-বাহিনী লেফটেনন্যান্ট কমান্ডার (সেকেণ্ড ইন কমান্ড, ভোলা কনটিনজেন্ট) তোহা আল তাসবীরসহ বাহিনীর অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।