শুক্রবার, ২২ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » কৃষক বাঁচাতে কৃষিপণ্যে ভতূর্কি দিচ্ছেন কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
কৃষক বাঁচাতে কৃষিপণ্যে ভতূর্কি দিচ্ছেন কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকরাই অমূল্য সম্পদ। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে চাষাবাদের মাধ্যমে দেশকে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণে পরিণত করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের বাঁচাতে কৃষিপণ্য ও যন্ত্রপাতিতে ভতূর্কি এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়সহ নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের জন্য লটারী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৩ হাজার ৫৪২ জন কৃষকের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়। এতে ৪৫২ জন কৃষক নির্বাচিত হন। এবার প্রতিজন কৃষকের কাছ থেকে ২ মে:টন করে মোট ৯০৫ মে: টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম শাহাবুদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুল মালেক তালুকদার প্রমূখ।