বৃহস্পতিবার, ২১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » যে কোন দূর্যোগ সততা ও সাহসিকতার সাথে মোকাবিলা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
যে কোন দূর্যোগ সততা ও সাহসিকতার সাথে মোকাবিলা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চেীধুরী শাওন বলেছেন, যেকোন দূর্যোগ সততা ও সাহসিকতার সাথে মোকাবিলা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পূর্বের অন্যান্য দূর্যোগের মত সুপার সাইকোন আম্পান মোকাবিলায়ও আমরা সক্ষম হয়েছি। তাঁর দিকনির্দেশনায় ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার ফলে আল্লাহ রহমতে এখানে কোন প্রাণহাণি ঘটেনি।
বৃহস্পতিবার সকালে তজুমদ্দিনে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, সুপার সাইকোন আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সংস্কার, দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও করোনায় কর্মহীন মানুষের পাশে থেকে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সাহায্য-সহযোগীতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসময় চলমান বৈরী আবহাওয়া উপেক্ষা করে আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণপূর্বক ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্থ বেড়ীবাধ দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দেন নূরুন্নবী চৌধুরী শাওন। পরে উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নে আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে ঘুরে শুকনো খাবার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন প্রমূখ।