বৃহস্পতিবার, ২১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রংপুর | শিরোনাম | সর্বশেষ » ঝিনাইদহে ঝড়ে গাছচাপা পড়ে নারীর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
ঝিনাইদহে ঝড়ে গাছচাপা পড়ে নারীর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঝিনাইদহ প্রতিনিধি : আম্ফানের প্রভাবে ঝিনাইদহে ঝড়ে গাছচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার রাতে সদর উপজেলার হলিধানী গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাতে স্বামী বুদোই মন্ডল ও স্ত্রী নাদেরা বেগম ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘরের পাশে শতবর্ষী একটি বটগাছ উপড়ে তাদের ঘরের উপর পড়ে। এতে স্ত্রী নাদেরা বেগম মারা যায়। আটকা পড়ে আহত হয় স্বামী। খবর পেয়ে সকালে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।