মঙ্গলবার, ১৯ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » পিরোজপুরে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব শুরু।।লালমোহন বিডিনিউজ
পিরোজপুরে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব শুরু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, পিরোজপুর প্রতিনিধি : বরিশালের পিরোজপুরে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল পর্যন্ত আবহাওয়া ভালো থাকলেও দুপুর ১২টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে ৫৫৭টি আশ্রয় কেন্দ্র। ৭টি উপজেলায় নিয়ন্ত্রণ কেন্দ্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
এদিকে আশ্রয় কেন্দ্রে আগতদের সেহেরি এবং ইফতারসহ শুকনো খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া ঘূর্ণিঝড়ে আহতদের চিকিৎসা প্রদানের জন্য প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। আর মানুষকে সচেতন করার জন্য সকাল থেকেই মাইকিং অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, করোনা দুর্যোগকালীন এ সময়ে যদি ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে, তাহলে এ এলাকার মানুষের দুর্যোগের কোনও শেষ থাকবে না।