মঙ্গলবার, ১৯ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো: বেচু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের ৭নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেচু উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকালে বেচু ও তার ছেলে সাখাওয়াত বাড়ির রেইনট্রি গাছে উঠে ডাল কাটতে গেলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায় বেচু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মনপুরা হাসপাতালের আবাসিক ডাক্তার শিপন পাল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, নিজের বাড়ির গাছ থেকে পড়ে বেচু নামের একজনে মৃত্যু হয়।