সোমবার, ১৮ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এমপি শাওনের অর্থায়নে লালমোহন হাসপাতালে জীবাণূনাশক কক্ষ স্থাপন।।লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের অর্থায়নে লালমোহন হাসপাতালে জীবাণূনাশক কক্ষ স্থাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “জীবাণূনাশক কক্ষ” স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে “জীবাণূনাশক কক্ষের” উদ্বোধন করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মহসিন প্রমূখ।
উল্লেখ্য, মহামারী করোনার প্রাদূর্ভাব থেকে লালমোহন-তজুমদ্দিনসহ ভোলাবাসীকে রক্ষার্থে নিজ অর্থায়নে জেলার গুরুত্বপূর্ণ ১০টি স্থানে “জীবাণূনাশক কক্ষ” স্থাপন করেন এমপি শাওন।