রবিবার, ১৭ মে ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » রাজধানীতে ট্রাফিক কনস্টেবলের আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ
রাজধানীতে ট্রাফিক কনস্টেবলের আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানীর কাফরুলে মিরপুর ১৪ নম্বর ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ট্রাফিক কনস্টেবল আত্মহত্যা করেছেন। নিহত ট্রাফিক কনস্টেবল শ্যামল চন্দ্র রায় (৪৩) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
রবিবার (১৭ মে) সকাল পৌনে ৬টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান।
পুলিশ জানায়, নিহতের বাবার নাম পুলিন চন্দ্র রায়। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার খদ্য সাতান।
ওসি সেলিমুজ্জামান বলেন, ওই কনস্টেবল মিরপুর ১৪ নম্বর ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কে ট্রাফিক উত্তর বিভাগের এস আই এ বি ফোর্স জাহাঙ্গীর আলম জানান, শ্যামল চন্দ্র ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। ১৪ নম্বর ট্রাফিক পুলিশ ব্যারাকে ছয় তলা ভবনের চার তলায় ১১ নম্বর রুমে থাকতো। ভোর রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে তাকে আর রুমে দেখা যায়নি। ভবনের নিচে বেজমেন্টের উপরে পড়ে থাকা অবস্থায় পরে তাকে উদ্ধার করা হয়। প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।