রবিবার, ১৭ মে ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ঢাকায় প্রবেশ ও বাহিরে আবারও কড়াকড়ি।।লালমোহন বিডিনিউজ
ঢাকায় প্রবেশ ও বাহিরে আবারও কড়াকড়ি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আর এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ঢাকায়। এমন পরিস্থিতিতে রোববার থেকে ঢাকায় প্রবেশ ও বাহির পথে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কোন ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে যেন বাহিরে যেতে না পারেন সেই দিক বিবেচনায় এই চেকপোস্ট ব্যবস্থা আরও জোরদার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউজের প্রতিবেদনে বলা হয়, চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হলেও জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।
এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।