বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জাতীয় অধ্যাপকের মৃত্যুতে এমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
জাতীয় অধ্যাপকের মৃত্যুতে এমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় এমপি বলেন, জাতীয় অধ্যাপক, দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান স্যার এর মৃত্যুতে আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলাবাসীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এসময় মরহুমের শােকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এমপি শাওন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪মে) সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশ বরণ্য অধ্যাপক আনিসুজ্জামান স্যার।