বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে হাঙ্গরের শুঁটকি ও তেল জব্দ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে হাঙ্গরের শুঁটকি ও তেল জব্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলার আহাম্মদপুরে হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল জব্দ করেছে উপজেলার মৎস্য ও বন বিভাগ।
গত বুধবার (১৩মে) দুপুর ১২টার দিকে স্থানীয় সাংবাদিকরা আহাম্মদপুর মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে হাঙ্গরের শুঁটকি ও হাঙ্গরের তেল প্রক্রিয়াজাতকরনের স্থানটি তাদের নজরে আসে। এ সময় সংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে বিকাল ৪টার দিকে মৎস্য কর্মকর্তা ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার সমন্বয়ে একটি দল উক্ত স্থানটিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময়ে কয়েক মণ হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের ২০ ব্যারেল তেল জব্দ করে। তবে অভিযান চলাকালে হাঙ্গর শুটকির মালিকদের পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মোঃ আনোয়ার, মোঃ আলমগীর, মোঃ ইয়াছিন, মোঃ ফারুক, মোঃ নাইম ও মোঃ নাজিম দীর্ঘ চার বছর ধরে এ এলাকায় হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল প্রক্রিয়াজাত করে অাসছে। এ কারণে আহাম্মদপুরের মায়া ব্রিজ সংলগ্ন পুরো এলাকায় দুর্গন্ধে বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল।
এদিকে হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও তেল তৈরির প্রক্রিয়ার স্থানটি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগন।
চরফ্যাসন উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, মৎস্য পরিবেশ ও বন আইনে এভাবে হাঙ্গরের বাচ্চার শুঁটকি তৈরি ও তেল সংরক্ষণ সম্পূর্ণ বেআইনি। তাই শুঁটকি ও তেল জব্দ করা হয়েছে। এ ছাড়াও হাঙ্গরের বাচ্চার শুঁটকি তৈরি ও তেল সংরক্ষনকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।