রবিবার, ১০ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » অসহায়ের ফোনে গভীর রাতে খাদ্য সামগ্রী নিয়ে এমপি শাওনের ছুটে চলা।।লালমোহন বিডিনিউজ
অসহায়ের ফোনে গভীর রাতে খাদ্য সামগ্রী নিয়ে এমপি শাওনের ছুটে চলা।।লালমোহন বিডিনিউজ
লালেমাহন বিডিনিউজ, সালাম সেন্টু : শনিবার গভীর রাত: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরে ফ্রেশ হওয়ার পালা। তখনি তাঁর মুঠোফোনে কল। ওপার থেকে হতাশাগ্রস্ত এক অসহায়ের কণ্ঠ। “স্যার করোনার কারণে কাজ কাম বন্ধ, দুইদিন যাবত না খেয়ে পরিবারের সকলকে নিয়ে উপোষ দিন কাটাচ্ছি। কথাগুলো অকপটেই বলে যাচ্ছিলেন লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর ৯নং ওয়ার্ড নতুন মসজিদ এলাকার আজিজ মোল্লা বাড়ির ফারুক।
সাথে সাথে নিজের গাড়ীতে খাদ্য সামগ্রী তুলে নিয়ে অসহায় ফারুকের উদ্যেশ্যে বের হলেন এমপি শাওন। খাদ্য সামগ্রী হাতে ফারুকের ঘরের দুয়ারে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য। এতরাতে নিজ ঘরের দুয়ারে খোঁদ এমপিকে দেখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে ফারুকের দু চোখ বেয়ে।
এ সময় ফারুকের হাতে খাদ্য সামগ্রীসহ নগদ ১১হাজার টাকা তুলে দেন এমপি শাওন।
আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মানুষের সেবা করার প্রত্যয়ে জনপ্রতিনিধি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবসময় এলাকাবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।