
শনিবার, ৯ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » যেকোন দুর্যোগে অসচ্ছল মানুষের পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-তজুমদ্দিনে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
যেকোন দুর্যোগে অসচ্ছল মানুষের পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-তজুমদ্দিনে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের সকল দুর্যোগে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও অসহায়দের পাশে আছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অসচ্ছল মানুষগুলোকে বিভিন্ন ভাতার আওতায় এনে সচ্ছলতার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। গৃহহীনদের জন্য ঘর করে দিচ্ছেন। তাঁর সহযোগিতায় তজুমদ্দিনের ৫সহস্রাধিক অসহায় মানুষ আজ ভাতার আওতায় এসেছে।
শনিবার দুপুরে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, অদৃশ্য করোনা ভাইরাসের কাছে সারাবিশ্ব সম্পূর্ণ পরাস্থ। মানব সভ্যতার সকল জ্ঞান প্রযুক্তি দিয়েও ঔষধ তৈরীতে সফলতা আসেনি। করোনায় বিশ্বে যত লোক মারা গিয়েছে, অতীতে কোন মহামারী বা যুদ্ধে এত লোকের প্রাণহানী ঘটেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধ যুদ্ধে বিশ্বে প্রশংসিত জানিয়ে এমপি শাওন আরও বলেন, অতীতের সকল দুর্যোগ যেভাবে দুরদর্শিতা, সততা ও সাহসিকতার সাথে মোকাবিলা করে সফলতা পেয়েছেন, তেমনী বর্তমান করোনা মোকাবিলায়ও প্রধানমন্ত্রী অভিজ্ঞ রাষ্ট্রপ্রধান হিসেবে তা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। তাঁর দেয়া দিকনির্দেশনা তৃণমূলের মানুষের মাঝে পৌঁছে দিয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা আল্লাহর রহমতে এখনো ভাল আছি। তবে কতদিন ভাল থাকতে পারবো তা জানা নেই, তাই সতর্কতার কোন বিকল্প নেই। আমরা তাঁর উপর আস্থা রাখলে ইনশাআল্লাহ অতীতের মত এ করোনাদুর্যগ ও মোকাবিলা করতে সক্ষম হব। তাঁর নেতৃত্বে এ দেশকে করোনামুক্ত করবোই করবো ইনশাআল্লাহ।
এসময় শম্ভুপুর ইউনিয়নের ১২শত সুবিধাভোগীর হাতে ভাতার নগদ টাকা তুলে দেন তিনি।
পরে উপজেলার শম্ভূপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঢাকাস্থ তজুমদ্দিন ছাত্র কল্যাণ সংসদ’র উদ্যোগে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শম্ভুপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ।