সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় করণীয় নিয়ে ফেসবুক লাইভে ডা: আল আমিন
করোনায় করণীয় নিয়ে ফেসবুক লাইভে ডা: আল আমিন
শাহীন কুতুব : মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতন থাকা ও করণীয় বিষয় নিয়ে ফেসবুক লাইভে বিভিন্ন পরামর্শ দান ও সিনিয়র ডাক্তারদের পরামর্শ ও তুলে ধরছেন ডাঃ আল আমিন।
পরিচিত বন্ধু বান্ধব, সহকর্মীবৃন্ধ এবং রোগীদের সহযোগিতা করতে তাঁর এ উদ্যোগ। এসময় নিজেও পরামর্শ চেয়ে ডা: আবুল হাসনাত এর পরামর্শ চেয়ে ফেসবুক লাইভে এসে তা সকলের জন্য তুলে ধরেন।
এসময় করোনা ভাইরাস (COVID-19) টেস্ট করতে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে কোন হাসপাতালে সহজে টেস্ট করে দ্রুত রিপোট পাওয়া যায় তাও জানান তিনি।
তার এমন উদ্যোগে বিশেষ করে সাহস পাচ্ছেন শ্বাসকষ্টের রোগিরা। ডাঃ আল আমিন লাইভে এসে তাঁর স্যার আবুল হাসনাত কে পেয়ে ২/১ টি পরামর্শ জানার জন্য প্রশ্ন করেন। করোনা ভাইরাস (COVID-19) ডাইবেটিস রোগির জন্য বেশি ঝুঁকিপূর্ণ তা বিস্তারিত তুলে ধরতে সহযোগিতা চেয়েছেন ডা: আবুল হাসনাত স্যারের কাছে। এসময় ফেসবুকে থাকা অনেকেই নানাবিধ রোগ সমন্ধে বিভিন্ন প্রশ্ন করলে সেগুলো উত্তর প্রদান করেন ডাঃ আল আমিন।