ভোলার বোরহানউদ্দিনে বজ্রপাতে নিহত-২
বোরহানউদ্দিন সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিনের পৃথক এলাকায় বজ্রপাতে আলামিন (৩৫) ও আবু কালাম (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জামাল নামে অপর একজন আহত হয়েছেন। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেউলা ও সাচড়া ইউনিয়নে ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত জামলকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আলামিন উপজেলার দেউলা ইউনিয়নের সিবপুর গ্রামের হাবিবুল্লা মিয়ার ছেলে ও আবু কালাম সাচড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে আলামিন ও জামাল বাড়ির পাশে ক্ষেতে ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলার দিয়ে ক্ষেত নিড়ানি দিচ্ছিল। এ সময় ভারি বর্ষণের সঙ্গে হঠাৎ করেই বজ্রপাত হলে উভয়ই গুরুতর আহত হন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা আশঙ্কাজন অবস্থায় তাদের উভয়কে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত জামাল চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে উপজেলার সাচড়া গ্রামের আবু কালাম গরু নিয়ে মাঠে যান। এ সময় হঠাৎ করেই বর্জপাতে আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. শাহিন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।