রবিবার, ৩ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এবার দুই হাজার কর্মহীনের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
এবার দুই হাজার কর্মহীনের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে এবার দুই হাজার কর্মহীন পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার পৌর ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৌর আওয়ামীলীগের উদ্যােগে এমপি শাওনের ব্যক্তিগত তহবিল থেকে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে দেশে করোনা প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে আছে। তাঁর নির্দেশনা মেনে সকলে ঘরে থাকলে ইনশাআল্লাহ আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হব।
এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ (সচিব, পরিকল্পনা কমিশন) আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।